ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক।

কুমিল্লা: কুমিল্লা সদরে অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) রাত সাড়ে ৮টায় কুমিল্লা র‌্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করে।

কুমিল্লা র‌্যাব সূত্র জানায়, ভোর ৬টায় সদরের বিষ্ণুপুর গ্রামে রবিনের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদরের বিষ্ণুপুর গ্রামের মৃত শানু মিয়ার ছেলে মোফাসসের হোসেন রবিন (২১) ও মৃত হুমায়ুন কবিরের ছেলে শাহ আলম কবির সাকিব (২২)।

রবিন ও সাকিবের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।