ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গৃহবধ‍ূর মাথা ফাটালেন ভাসুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
রূপগঞ্জে গৃহবধ‍ূর মাথা ফাটালেন ভাসুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূকে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুশুরী এলাকায় এ ঘটনা ঘটে। সাথী ওই এলাকার সিএনজি চালক আলীম উদ্দিনের স্ত্রী।

আলীম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তার বড় ভাই মনির উদ্দিনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে এর জের ধরে তার স্ত্রী সাথীর সঙ্গে বড় ভাই মনিরের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা লোহার রড দিয়ে সাথীর মাথা ফাটিয়ে দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।