ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে স্কুল ছাত্র হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বরিশালে স্কুল ছাত্র হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

বরিশাল: বরিশালে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি কিশোর মিরাজ আদালতে আত্মসমর্পণ করেছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল শিশু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে সে।

আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুক আত্মসমর্পণকারী মিরাজুল ইসলাম মিরাজ স্বর্ণামতকে যশোরের কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আত্মসমর্পণকারী ১৫ বছরের কিশোর মিরাজ বরিশাল নগরের ৯ নং ওয়ার্ডস্থ ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে।

গত ২২ ডিসেম্বর দুপুরে নগরের ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নগরের এ কে স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষা দেওয়া ছাত্র আবিরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মিরাজ।

ওই দিনই তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই দিন দিবাগত রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা জয় রবি দাস বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।