ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীর উন্নয়নে সাংবাদিকদের অবদান রাখার পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
রাজশাহীর উন্নয়নে সাংবাদিকদের অবদান রাখার পরামর্শ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন আরইউজের নেতারা

রাজশাহী: রাজশাহীর উন্নয়নে ঐক্যবদ্ধ থেকে শক্ত লিখনীর মাধ্যমে সাংবাদিকদের অবদান রাখার পরামর্শ দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দকে পৃথকভাবে শুভেচ্ছা জানান রাজশাহীর শীর্ষ দুই নেতা।

তারা বলেন, বর্তমান সরকারের সময় রাজশাহীর অনেক উন্নয়ন হয়েছে।

তা অব্যাহত রাখতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আরও বেশি শক্তিশালী করতে হবে।  

স্বাধীনতা বিরোধী শক্তি যাতে কোনভাবেই অগ্রসর হতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।  

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।  

মহানগরীর শাহ মখদুম কলেজে আরইউজের নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, দ্বিতীয় বারের মতো নির্বাচিত হওয়া রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, নবনির্বচিত সহ-সভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক ইলিয়াস আরাফাত, যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান রকি, নবনির্বাচিত কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাচিত সদস্য মিজানুর রহমান টুকু, সামাদ খান ও জনাব আলী।
 
এর আগে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ। কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত কবরস্থানে গিয়ে নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফউজে’র সদস্য জাবীদ অপু, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানজিমুল হক, এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গনি সেলিম, আরইউজে সদস্য আজাহার উদ্দিন, সালাহ উদ্দিন, সোহাগ আলী, মামুন রেজা প্রমুখ।  

এরপর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অধীনে রাজশাহীতে কর্মরত পাঁচজন সাংবাদিককে অনুদানের চেক তুলে দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শঙ্কর।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।