ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রৌমারীতে পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার, নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
রৌমারীতে পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার, নারী আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে আব্দুল্লাহ (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে কুলসুম নামে এক নারীকে আটক করা হয়েছে।

আব্দুল্লাহ উপজেলার বন্দবের ইউনিয়নের বাইসপাড়া গ্রামের ইমান আলী মুন্সির ছেলে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাইসপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্রহ্মপুত্র নদ তীরবর্তী একটি পরিত্যক্ত ঘরে আব্দুল্লাহের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মরদেহ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কুলসুম নামে এক প্রবাসির স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।