ঢাকা, শুক্রবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জুন ২০২৪, ০৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেনাপোল ইমিগ্রেশনে যোগ দিলেন ওসি তরিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বেনাপোল ইমিগ্রেশনে যোগ দিলেন ওসি তরিকুল কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্ট, বেনাপোল

বেনাপোল (যশোর): বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস-ইমিগ্রেশন ভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন তরিকুল ইসলাম। 

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে তিনি দায়িত্ব বুঝে নিয়ে কর্মস্থলে যোগ দেন।

২০১৬ সালেও তিনি বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

যোগ দিয়ে তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, যাত্রী যাতায়াতে দুর্ভোগ কমানো ও ঘুষমুক্ত পরিবেশ তৈরিতে তিনি কাজ করবেন। এতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।  

এরআগে গত ২০ ডিসেম্বর ঘুষ বাণিজ্য নিয়ে ইমিগ্রশন কাস্টমস ও পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনায় বদলি হন ওসি ওমর শরীফ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত কাস্টমসের কারো বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে পুলিশ সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।