ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে পাখি সুরক্ষায় সাইকেল র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
সৈয়দপুরে পাখি সুরক্ষায় সাইকেল র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পাখি সুরক্ষায় পথসভা, সাইকেল র‌্যালি ও লিফলেট বিতরণ করেছে সেতুবন্ধন নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধলাগাছ মতির মোড়ে এ কর্মসুচি পালন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওনক আফজাল রিনু।

পরে স্থানীয় যুব সমাজ ও সেতুবন্ধনের সদস্যের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে নিজামের চৌপথীতে গিয়ে শেষ হয়। এসময় জনসচেতনতা বাড়াতে জনসাধারণের মধ্যে পরিবেশবান্ধব লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. একরামুল হক, চার নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন, সেতুবন্ধনের সদস্য সোহেল রানা, মামুনুর রশিদ, মোক্তার আলী, সজিব খান জয়, নাসির, শাহীন, শাকিল ও নওশাদ আনসারী।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।