ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাগুরা: মাগুরা সদর উপজেলার শিমুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সমীর সাহা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৯ জন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সমীর সাহার বাড়ি মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার সরোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া এলাকায় একটি বাস স্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী একটি গ্রামবাংলাকে পেছন থেকে ধাক্কা দিলে গ্রামবাংলাটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ গ্রামবাংলায় থাকা ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে সমীরসহ ১৬ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর এদের মধ্যে সমীর মারা যান। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।