ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করা অস্ত্র ও তিন রাউন্ড গুলি। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের বালুরমাঠ থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য কে বা কারা অস্ত্র ও গুলি সংগ্রহ করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজিবি-২১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল ইসলাম অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এজেডএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।