ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
বেগমগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি বেগমগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

নোয়াখালী: টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল বেতন স্কেল চাই- এ স্লোগান নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পদমর্যাদাসহ ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা।

সোমবার (০১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দিনব্যাপী এ কর্মবিরতি পালন করেন তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালিত হয়।

আন্দোলনকারীরা জানায়, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমণ ভাতা, ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তনের দাবিতে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ঘোষিত দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা।

কর্মসূচিতে অংশ নেয়, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক  মো. সাহাব উদ্দিন,  সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাস্থ্য পরিদর্শক আবদুর রশীদ সহ বেগমগঞ্জ উপজেলা সকল স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।