ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
কুষ্টিয়ায় ইয়াবাসহ আটক ২

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরতলীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে দুই হাজার ২৩০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২।

সোমবার (০১ জানুয়ারি) রাত ৮টায় র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

আটকরা হলেন- দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা এলাকার মৃত সরাফত মণ্ডলের ছেলে ওহিদুল ইসলাম (৫০) এবং সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার আব্দুর রশিদের ছেলে জহিরুল ইসলাম।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি কাঠের তৈরী বাক্স থেকে দুই হাজার ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।