ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হোটেলে পাওয়া গেলো নিখোঁজ বেসরকারি কর্মকর্তাকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
হোটেলে পাওয়া গেলো নিখোঁজ বেসরকারি কর্মকর্তাকে

ঢাকা: রাজধানীর কাকরাইলে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিশ্বজিৎ দে (৪৬) কে ফকিরাপুলের একটি হোটেল থেকে উদ্ধার করেছে তার পরিবার।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে হোটেল থেকে বাসায় নিয়ে আসেন।

বিশ্বজিতের বোনের জামাই জয়ন্ত কুমার দেব বাংলানিউজকে বলেন, আমরা বিকেল সাড়ে চারটার দিকে খবর পাই বিশ্বজিৎ হোটেলে অবস্থান করছেন।

তারপর আমরা গিয়ে তাকে বাসায় নিয়ে আসি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল বাংলানিউজকে জানান, নববর্ষের পার্টি করতে ওই হোটেলে গতকাল থেকে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন বিশ্বজিৎ। স্বেচ্ছায় নিজের মোবাইল বন্ধ করে রেখেছিল তিনি।

সোমবার (০১ জানুয়ারি) সকালে বেইলি রোডের অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং কর্মকর্তা বিশ্বজিৎ। ওই দিন রাতেই বিশ্বজিতের বোনের জামাই জয়ন্ত কুমার দেব এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি- ৬৮) করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।