ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নারীসহ ১১ জনের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
কুষ্টিয়ায় নারীসহ ১১ জনের দণ্ড দণ্ডপ্রাপ্তরা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ ১১ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে নবীছদ্দিন (৫৫), ফুলছদ্দিনের ছেলে মহিরুল ইসলাম (২০), মঙ্গল শাহ ফকিরের ছেলে আব্দুর রহমান, আজিবর রহমানের ছেলে শিমুল (২২), নওয়াব আলীর ছেলে মামুন আলী (২৩), শফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (১৮), আব্দুর রহিম মণ্ডলের ছেলে আছির (১৬), আজিম উদ্দিনের ছেলে রুবের (২৬), নৃত্যশিল্পী কোলপাড়া গ্রামের মদন রাজ বংশী’র স্ত্রী চম্পা রানী (৫৫), তার মেয়ে রুপতাঁরা (২০), সরুজ রাজ বংশী’র স্ত্রী বিশ্ব রাণী (২৫)।

ইউএনও এসএম জামাল আহমেদ বাংলানিউজকে জানান, অশ্লীল নৃত্য প্রদর্শন করার দায়ে নবীছদ্দিন ও মহিরুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড এবং বাকিদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।