ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক সেবনের দায়ে ফেনীতে ৩ জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
মাদক সেবনের দায়ে ফেনীতে ৩ জনের কারাদণ্ড

ফেনী: মাদক সেবন করার দায়ে ফেনীতে তিনজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জানুয়ারি) তাদের এ কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

তিনি জানান, গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে ওমর ফারুক (১৯), জুয়েল (১৯), দাউদ নবীকে (১৮) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও ফেনী পৌরসভা এলাকায় প্রকাশ্যে পাবলিক প্লেসে ধুমপান করায় সাব্বির, ফরিদ ও ইলিয়াস হোসেনকে তিনশ’ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা সাইফ  ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।