ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুধবার রামগড় যাচ্ছেন সেতুমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বুধবার রামগড় যাচ্ছেন সেতুমন্ত্রী

রামগড় (খাগড়াছড়ি) থেকে: খাগড়াছড়ির রামগড়ে আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বুধবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রামগড়ে ফেনী নদীর উপর নির্মিতব্য ব্রিজ পরিদর্শন করবেন মন্ত্রী ও ভারতীয় হাই কমিশনার।

মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শফিকুল করিম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত থাকার কথা রয়েছে, প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি’র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,পুলিশ সুপার মো. আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. সাহেল তস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ, সাবেক সাংসদ মো. আলীম উল্লাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়া।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।