ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
দৌলতপুরে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবাসহ আহাদ আলী (৩৭) নামে এক কলেজ শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের নজিবপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক ব্যবসার অভিযোগে নজিবপুর গ্রামের মাদক বিক্রেতা জামালের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এসময় মাদকসেবী ও বিক্রেতা কলেজ শিক্ষক আহাদ আলীকে সেখান থেকে আটক এবং তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তিনি বড়গাংদিয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। তবে জামালকে গ্রেফতার না করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।