ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাসপোর্ট অফিসের কাছে ডিএনসিসির আধুনিক পাবলিক টয়লেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
পাসপোর্ট অফিসের কাছে ডিএনসিসির আধুনিক পাবলিক টয়লেট আগারগাঁওয়ে উদ্বোধন করা হয় পাবলিক টয়লেট- ছবি- কাশেম হারুন

ঢাকা: সাধারণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে আগারগাঁও পাসপোর্ট অফিসের কাছে একটি আধুনিক সুবিধাসম্বলিত পাবলিক টয়লেট চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে ডিএনসিসি প্যানেল মেয়র মো. ওসমান গনি পাবলিক টয়লেটটি উদ্বোধন করেন।

পাবলিক টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানান ওসমান গনি।

 

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের পাশে স্থাপিত এ আধুনিক পাবলিক টয়লেটটি পাসপোর্ট করতে আসা সাধারণ নাগরিক এবং এ এলাকায় চলাচলরত জনগণের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।  

ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ডিএনসিসির অধীনে পাবলিক টয়লেটটি স্থাপন করা হয়। ডিএনসিসি, ঢাকা ওয়াসা এবং ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় এ টয়লেটটি স্থাপন করা হয়েছে।  

আধুনিক ও দৃষ্টিনন্দন, প্রতিবন্ধীবান্ধব এ পাবলিক টয়লেটে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ, স্যানিটারি ন্যাপকিন, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নকর্মী ও মহিলা কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন, ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, ওয়াটারএইডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।