ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ওএমএস’র ১৩৫ বস্তা চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ঝিনাইদহে ওএমএস’র ১৩৫ বস্তা চাল জব্দ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারে একটি দোকান থেকে ১৩৫ বস্তা ওএমএস’র চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুপুর বাজারের পল্লী চিকিৎসক বাবু মিয়ার দোকান থেকে চালের বস্তাগুলো জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মধুপুর বাজারের পল্লী চিকিৎসক বাবু মিয়ার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানের বিষয়টি টের পেয়ে দোকানের মালিক বাবু পালিয়ে যান। পরে ওই দোকান থেকে ওএমএস’র ১৩৫ বস্তা চাল জব্দ করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত তিন ওএমএস’র ডিলার ও দোকান মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।