ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
আলফাডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রাম থেকে শরিফা বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

শরিফা বেগম ওই গ্রামের দুবাই প্রবাসী মাসুদ খানের স্ত্রী।

আলফাডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) ইউসুফ হোসেন বাংলানিউজকে জানান, বুধবার সকাল ৭টার দিকে ঘরের আড়ার সঙ্গে শরিফার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার বড় ছেলে আরাফাত রমিজ (১২)। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শরিফার শ্বশুর আজগর খান থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।