ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

নারায়ণগঞ্জ: বালু ভরাটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোহাম্মদ আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ইউপি সদস্য মোশারফসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।   নিহত মোহাম্মদ আলী পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগ্নে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে সোনারগাঁয়ের কান্দাপাড়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁয়ে নুরানী গ্রুপের বালু ভরাটকে কেন্দ্র করে মোহাম্মদ আলীর সঙ্গে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,অপারেশন) আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্ব থেকেই মোহাম্মদ আলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ইউপি সদস্য মোশারফসহ ৬ জনকে আটক করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।