ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালির ভেতর থেকে নারীর মরদেহ বের করলো কুকুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
বালির ভেতর থেকে নারীর মরদেহ বের করলো কুকুর

ঢাক: রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় বাগানবাড়ি হোটেলের পেছনের মাঠের বালুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক নারীর অর্ধগলিত মরদেহ টেনে বের করলো কুকুর।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে খবর পেয়ে ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ওই এলাকার বালুর মাঠে বালুতে চাপা থাকা অর্ধগলিত মরদেহটি কয়েকটি কুকুর টানা হেঁচড়া করতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মৃত নারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘুরে বেড়াতো। তবে নাম-পরিচয় এখনো জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।