ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক ২

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক ২ আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক ২

আশুলিয়া, সাভার: আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে এক হাজার ৯৭২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেল তিনটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে র‌্যাব-৩ ও ৭ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।  

আটকরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা থানার জয়নগর এলাকার হাসান আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৪) ও একই জেলার নগরকান্দা থানার বিমন আলীয়া গ্রামের শহিদুল মাতবরের ছেলে সোহেল হোসেন (৩২)।

র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর সাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ স্কোয়াড্রন লিডার মেজর সাফাওয়াত জামিল ফাহিমের নেতৃত্বে একটি দল নবীনগর-চন্দ্রা মহাসড়কে অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে এক হাজার ৯৭২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৪ এর সাভারের নবীনগর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।