ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশানে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
গুলশানে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলশানে প্রেমিকের ছুরিকাঘাতে লিমা (২০) নামে এক তরুণীর চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

গুলশান থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বাংলানিউজকে জানান, গত বছরের ৩১ ডিসেম্বর দুপুরে গুলশান ২ নম্বর এলাকায় একটি বিউটি পার্লারে ডিউটিরত অবস্থায় ছিলেন লিমা।

এসময় প্রেমিক আরমান পার্লারের ভেতরে ঢুকে লিমাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

পুলিশ ধারণা করছে, সম্পর্কের অবনতি হওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরমানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।