ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ২৮০০ পিস ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
রাজশাহীতে ২৮০০ পিস ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক আটক ৩ বিক্রেতা

রাজশাহী: রাজশাহীতে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫। এর আগে বিকেলে মহানগরীর আরডিএ মার্কেট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মহানগরীর আহম্মদপুর এলাকার আকরাম আলীর ছেলে আমির উদ্দিন (৩৩), রামচন্দ্রপুর বৌবাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে শামীম ইসলাম (২৭) এবং হোসনীগঞ্জ এলাকার আফতাব হোসেনের ছেলে হায়াতুল মেসকাত (৩১)।

র‌্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াবা বেচাকেনার সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালায়। এ অভিযানে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ করা হয়।  

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায় এ বিজ্ঞপ্তি থেকে।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।