ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ফাইল ছবি

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় আটকে আছে ৫টি ফেরি। কাঁঠালবাড়ী ঘাটে যানবাহন লোড করে অপেক্ষায় আছে আরও ৩টি ফেরি। তীব্র শীতে ফেরিতে আটকে থাকা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে পদ্মার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে।

দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় মাঝ পদ্মায় চলাচলরত ৫টি ফেরি চ্যানেল মুখসহ পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে রেখেছে।  

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র শীতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।