ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদকসেবীর হামলায় গুরুতর জখম যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
মাদকসেবীর হামলায় গুরুতর জখম যুবক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকসেবীর হামলায় মোহাম্মদ আলী নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরপুমদী বাজারে ওই যুবকের ওপর হামলা চালান রুবেল মিয়া নামে এক মাদকসেবী।

মোহাম্মদ আলী (৩৩) উপজেলার গৃদান গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সাহেব আলীর ছেলে।

তিনি চরপুমদী বাজারে মনোহারি দোকান ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন মোহাম্মদ আলী। এ সময় পাশ্ববর্তী দক্ষিণ চরপুমদী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রুবেল মিয়া একই এলাকার খালেক মিয়ার ছেলে জসিম মিয়াকে নিয়ে দোকানে আসেন।

এ সময় দোকানের বাকির টাকা চাইলে মোহাম্মদ আলীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান রুবেল মিয়া। এতে মোহাম্মদ আলীর মুখমণ্ডল জখম হয় ও প্রচুর রক্তক্ষরণ ঘটে।  

রাতেই স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন মোহাম্মদ আলীকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।