ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোমরায় বন্দরে ৬ স্ব‌র্ণের বারসহ যাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ভোমরায় বন্দরে ৬ স্ব‌র্ণের বারসহ যাত্রী আটক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা: জুতার ভেতরে করে ভারতে সোনা পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৬টি স্ব‌র্ণের বারসহ ফারুক হোসেন নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ।

শ‌নিবার (৬ জানুয়া‌রি) সকালে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে।

সাতক্ষীরা কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বিকাশ বড়ুয়া বাংলা‌নিউজকে বলেন, সকালের দিকে ফারুক হোসেন ভারতে যাওয়ার জন্য ভোমরা কাস্টমসে আসেন। এ সময় তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার শরীর তল্লা‌শি করে জুতার ভেতরে বিশেষভাবে রাখা ছয়টি স্বর্ণেরবার তা জব্দ করা হয়।  

ফারুক হোসেনকে পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

গত ১ জানুয়ারি একেইভাবে ১৫টি স্বর্ণেরবার ভারতে পাচারকালে ভোমরা বন্দরে দুই যাত্রীকে আটক করা হয়ে‌ছিলো।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।