ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি পাকিস্তানের নাগরিক হারুনের (৫৬) মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে তিনি মারা যান। 

হারুন পাকিস্তানের করাচির বাসিন্দা।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, রাতে হারুন অসুস্থ হয়ে পড়েন।

তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জেল সুপার জানান, হারুন ঢাকার বিমানবন্দর থানার মাদক দ্রব্য (১১২ (২) ১৩) এবং বিশেষ ক্ষমতা আইনের (মামলা নম্বর- ১১৩ (২) ১৩) মামলার আসামি ছিলেন। তিনি ২০১৬ সালের অক্টোবর মাস থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮ 
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।