ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোববার বিকেলে বসছে শীতকালীন অধিবেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
রোববার বিকেলে বসছে শীতকালীন অধিবেশন

ঢাকা: দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে রোববার (৭ জানুয়ারি)। এই অধিবেশন দশম সংসদের ১৯তম এবং নতুন বছরে অর্থাৎ ২০১৮ সালের প্রথম অধিবেশন।

প্রথম দিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ভাষণ দেবেন। জানুয়ারি মাসে শীতকাল থাকায় রেওয়াজ অনুযায়ী এই অধিবেশনকে শীতকালীন অধিবেশন বলা হয়ে থাকে।

এর আগে গত ২০ ডিসেম্বর বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে নবম অধিবেশনের আহ্বান করেন।  

রোববার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। ‌সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপ‌তির ভাষণ দেওয়ার কথা রয়েছে। অধিবেশন শুরু আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় সমাপ্তির তারিখ নিধারণ করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদীয় রীতি অনুযায়ী বছরের শুরুতে সংসদের অধিবেশনে প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। যে কারণে বছরের প্রথমের এই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে।

এ বছর রাষ্ট্রপতির মূল ভাষণে ৭২ হাজার ৩৮৬টি শব্দ থাকবে। সংক্ষিপ্ত ভাষণে রাখা হয়েছে সাত হাজার ৪৫৭টি শব্দ। রাষ্ট্রপতির এই ভাষণ গত ৭ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

এবার রাষ্ট্রপতির ভাষণে নয়টি বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ২০১৭ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এক ঘণ্টায় ৫ হাজার ৮০৬ শব্দের সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন। ২০১৮ সালের জন্য ভাষণও একই আকারের হতে পারে।  

এর আগে গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়। নতুন বছরের প্রথম অধিবেশনে অধিকাংশ সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়া‌রি ০৬, ২০১৮
এসএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।