ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, ট্রাক চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, ট্রাক চালক আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শহরের নিশ্চিন্তপুরের গাওসুল আজমের ছেলে আরোহী আসাদুজ্জামান শোভন (৩৫) ও রিকশাচালক রুহুল আমিন (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে যানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার সত্যপীর ব্রিজ এলাকার বিজিবি সেক্টর গেটের সামনে একটি ট্রাক (জি আলম এন্টারপ্রাইজ যশোর-ট-১১২০৪৭) পেছন দিক থেকে একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে আরোহী আসাদুজ্জামান শোভন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং রুহুল আমিন ট্রাকের নিচে পড়েন।

উপস্থিত জনতা ট্রাকটিকে আটকানোর চেষ্টা করলে চালক ট্রাকটি জোরে টান দেন। ফলে রিকশাসহ চালক ট্রাকের নিচে আটকা পড়ে।

পরে ছোট খোঁচাবাড়ি এলাকায় স্থানীয়রা ট্রাক চালককে থামায়। ততক্ষণে রুহুল আমিন মারা যায়। পরে ট্রাক চালককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ট্রাকসহ চালক তোয়াবুর রহমানকে (৩৬) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮/আপডেট: ১৮৩২ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।