ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেই মফিজ মাস্টারকে সম্মানিত করলো ক্রীড়া লেখক সমিতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
সেই মফিজ মাস্টারকে সম্মানিত করলো ক্রীড়া লেখক সমিতি কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে মফিজ মাস্টার/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত পল্লি কলসিন্দুরে তহুরা-মার্জিয়া-মারিয়াদের পরম যত্নে ফুটবলার হিসেবে গড়ে তোলা স্কুলশিক্ষক মফিজ উদ্দিনকে এবার তৃণমূলের সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া লেখক সমিতি।

শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার হিসেবে সনদ ও ট্রফি তুলে দেয়া হয়।  

এ পুরস্কার হাতে পেয়ে অনুভুতি জানাতে গিয়ে মফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, যে কোনো পুরস্কার নিঃসন্দেহে সম্মানের এবং গর্বের।

আমি অনেক কষ্টে কলসিন্দুরের মেয়েদের নিজের সবটুকু উজাড় করে দিয়ে গড়ে তুলেছি। ওরা দেশের জন্য সম্মান বয়ে এনেছে। তাদের শিক্ষক এবং কোচ হিসেবে আমি গর্বিত।  

কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিনের তত্ত্বাবধানে ২০১৩ সালে বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে ২০১৪ ও ২০১৫ সালে হ্যাট্রিক শিরোপা জিতে বিদ্যালয়টি।  

তিনিই তৈরি করেন দেশের নারী ফুটবলের অনন্য সব সম্পদ। ২০১১ সাল থেকে তার হাতেই গড়ে তুলেন ফুটবল মানচিত্রে বাংলাদেশকে নতুন করে চিনানো বাঘিনী মারিয়া-তহুরাদের।  

কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন বলেন, আমার একটিই ইচ্ছা কলসিন্দুরের এ মেয়েরাই একদিন জাতীয় দলের হয়ে খেলবে। তারা ফিফার বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। আর সেটি হলেই আমার স্বপ্ন পূরণ হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮ 
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।