ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশাল শিক্ষাবোর্ডের প্রশ্ন ব্যাংক উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
বরিশাল শিক্ষাবোর্ডের প্রশ্ন ব্যাংক উদ্বোধন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

বরিশাল: প্রথমবারের মত যাত্রা শুরু করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রশ্ন ব্যাংক।

শনিবার (৬ জানুয়ারি) শিক্ষাবোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ব্যাংকের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান।  

শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. ইউনুস, শিক্ষাবোর্ড সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম।

 

শিক্ষাবোর্ড চেয়ারম্যান জানান, এ প্রশ্ন ব্যাংকে বিভাগের বিভিন্ন স্কুলের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে প্রশ্ন জমা রাখবেন। বোর্ড কর্তৃপক্ষ সেই প্রশ্ন পরিশোধন করে একটি প্রশ্নমালা তৈরি করবে। অভিন্ন এ প্রশ্ন থেকে এ বোর্ডের আওতাধীন সব স্কুলে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

জানা যায়, চলতি বছর থেকেই বরিশাল বোর্ডে এ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।