ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে জনজীবন স্থবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে জনজীবন স্থবির শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে জনজীবন স্থবির

কুড়িগ্রাম: পৌষের শেষে তীব্র শৈত্যপ্রবাহের দাপটে অনেকটাই স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। উত্তরের হিমেল হাওয়ার প্রভাব শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে।

শনিবার (০৬ জানুয়ারি) কুড়িগ্রামে সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে, জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

তবে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ৩৫ জন শিশু, ডায়রিয়ায় ২০ জন ও অন্যান্য রোগে ৪৩ জন ভর্তি হয়েছেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।
 
কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বাংলানিউজকে জানান, শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ৫৭ হাজার কম্বলের মধ্যে ৫০ হাজার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। তবে কম্বলসহ শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে অভাবী ও দুস্থদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এফইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।