ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত দিনাজপুরে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়। 

সকালে জেলার চেহেলগাজী মাজারে মুক্তিযোদ্ধাদের সমাধিতে ও মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দিনাজপুর ৬ জানুয়ারি ট্রাজিডি স্মৃতি পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট, দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন।  

পরে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান- দিনাজপুর প্রেসক্লাব, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা, আদর্শ মহাবিদ্যালয়, কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর একাডেমি, জুবিলি উচ্চ বিদ্যালয়, আল-আমিন ইনস্টিটিউট, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, আল-আমিন স্কুল অ্যান্ড কলেজ, জেলার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মেয়র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন কিপটন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মো. মাহাবুব আলম।  

এদিকে, দিনাজপুর ৬ জানুয়ারি ট্রাজিডি স্মৃতি পরিষদের আহবায়ক সফিকুল হক ছুটুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আজহারুল আজাদ জুয়েলের সঞ্চালনায় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসাইন, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, তেভাগা চেতনা পরিষদের সদস্য সচিব রেয়াজুল ইসলাম রাজু, বাসদের সারোয়ারুল হাসান কিপটন, দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী পরিষদ সদস্য আসাদুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাকিম প্রমুখ।  

১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুরের মহারাজা গিরিজানাথ হাই স্কুলে অবস্থিত মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্পে মাইন বিস্ফোরণে শত-শত মুক্তিযোদ্ধা শহীদ হন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।