ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড় ঘন কুয়াশায় দিনের বেলাও হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলছে

পঞ্চগড়: পৌষের শুরুতে কিছুটা কম হলেও টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়।

হিমালয় কাছে হওয়ায় দিন যতই যাচ্ছে পাহাড় থেকে বয়ে আসছে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ আর শীত। আগে মাঝে মাঝে সূর্য দেখা গেলেও এখন দেখা যায় না বললেই চলে।

এছাড়া ঘন কুয়াশায় দিনের বেলাও হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলছে।

হিমালয় থেকে বয়ে আসা শীত আর শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। এছাড়া ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের আয় উর্পাজনও কমে গেছে। ৩ থেকে ৪ দিন ধরে পঞ্চগড়ে বইছে পাহাড়ি হিমেল হাওয়া।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উঠা নামা করছে পঞ্চগড়রে তাপমাত্রা। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।