ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মাধবদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

নরসিংদী: নরসিংদীর মাধবদী উপজেলার মেঘনা বাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন।  

নিহতরা হলেন-উপজেলার পাইচার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)।



এসআই নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ঘন কুয়াশার কারণে একটু দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ওই তিনজনসহ মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন আরোহীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮

এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।