ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফের বাড়লো ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম আফজালের মেয়াদ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ফের বাড়লো ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম আফজালের মেয়াদ 

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়িয়েছে সরকার।

রোববার (০৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি জানায়।
 
এতে বলা হয়, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজালের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৩১ ডিসেম্বর ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।


 
মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে। এর আগে ২০১৬ সালের ২০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ায়।   
 
২০০৯ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন সামীম মোহাম্মদ আফজাল।
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।