ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
কালীগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মুন্না হোসেন (১৫) নামে এক কিশোরের গলায় গামছা পেঁচানো মরদহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলাট-দৌলতপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুন্না যশোর জেলার চৌগাছা উপজেলার জামিরা গ্রামের খোকনের ছেলে।

পুলিশ জানায়, সকালে বেলাট-দৌলতপুর গ্রামের ফসলের মাঠে কাজ করতে যাওয়ার সময় কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বাংলানিজউকে জানান, ছেলেটির গলায় গামছা পেঁচানো ছিল। তাকে অন্য জায়গা থেকে এখানে এনে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।