ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
দিনাজপুরে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু একজন নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিচ্ছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর শহরের পৌর এলাকার সাধারণ ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৭ জানুয়ারি) দিনাজপুর শহরের লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গোলাপবাগ এলাকায় সকাল থেকে দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম চলে।

একজন নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিয়ে পৌর এলাকায় নাগরিকদের মাঝে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান।

দিনাজপুর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম এ কার্যক্রমের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সেলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, সম্পাদক জিনাত রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি আজাদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, প্রথম পর্যায়ে দিনাজপুরে তিন লাখ ৪১ হাজার ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ হচ্ছে। পরে পর্যায়ক্রমে বাকিদের পরিচয়পত্র দেওয়া হবে। ২০০৮-২০১৬ সাল পর্যন্ত নিবন্ধনকৃত সব ভোটার এই স্মার্ট কার্ড পাচ্ছেন। আজ থেকে আগামী এপ্রিল মাসের মধ্যে পৌর এলাকার সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে।

এর আগে যে, স্মার্টকার্ড দিয়ে যেসব সেবাগ্রহণ করা যাবে তার মধ্যে সঠিক নাগরিক শনাক্তকরণ, সঠিক ব্যক্তির সঠিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করা, আঙ্গলে ছাপের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন সুবিধা, আয়করদাতা শনাক্ত নাম্বার (টিআইএন) প্রাপ্তি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টপ্রাপ্তি, চাকরির জন্য, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ব্যাংক হিসাব খোলা ও ঋণ প্রাপ্তি, সরকারি ভাতা উত্তোলন, সরকারি ভর্তুকি ও সহায়তা প্রাপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানেভর্তিসহ বহুবিধি কাজে সুবিধা পাওয়া যাবে। স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রের বৈশিষ্ট্য ৩ স্তরে ২৫টির অধিক নিরাপত্তা সম্বলিত, দীর্ঘস্থায়ী ও টেকসই, সহজেই নকল করা সম্ভব নয়, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চালানো সম্ভব।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।