ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মনপুরায় কমিউনিটি পুলিশিং সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মনপুরায় কমিউনিটি পুলিশিং সভা

ভোলা: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ জানুয়ারি) দুপুরে হাজিরহাট ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশের আয়োজনে হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ, হাজিরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম মেম্বার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবেন্দু  দাস, হাজিরহাট বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।