ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে ঢাকার সমর্থন চাইলো ফ্রান্স

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে ঢাকার সমর্থন চাইলো ফ্রান্স কথা বলছেন ফ্রান্স সরকারের বিশেষ দূত প্যাসকেল ল্যামি। ছবি: বাংলানিউজ

ঢাকা: আগামী ২০২৫ সালে বৈশ্বিক পর্যায়ের প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক হতে বাংলাদেশের সমর্থন চেয়েছে ফ্রান্স।

 

ঢাকা সফররত ফ্রান্স সরকারের বিশেষ দূত ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাবেক মহাপরিচালক প্যাসকেল ল্যামি রোববার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এই সমর্থন কামনা করেন।  

রাজধানীর বারিধারায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে ল্যামি বলেন, ফ্রান্সকে এ বিষয়ে সমর্থন দিলে লাভবান হতে পারে বাংলাদেশ।


 
তিনি জানান, প্রতিবছর ৪০ মিলিয়ন বা ৪ কোটি পর্যটক ফ্রান্স সফর করেন। এদের মধ্যে থাকেন বিপুলসংখ্যক বাংলাদেশি। এছাড়া প্রচুর বাংলাদেশি সেখানে বসবাসও করেন। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বাংলাদেশ এসব বিবেচনায় ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে লাভবান হতে পারে।

ফ্রান্স সরকারের পরামর্শক ল্যামি আনুষ্ঠানিকভাবে সমর্থন আদায়ে বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন। এরই অংশ হিসেবে দু’দিনের সফরে তিনি শনিবার (৬ জানুয়ারি) ঢাকায় আসেন।

রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে ফ্রান্স সরকারের আবেদনও প্রকাশ করেছেন ল্যামি।

ইন্টারন্যাশনাল এক্সিবিশন ব্যুরোর ১৭০টি সদস্য রাষ্ট্র ভোটের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ের প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক নির্ধারণ করে থাকে। বাংলাদেশও ওই ব্যুরোর সদস্য। ২০২৫ সালের নির্ধারিত ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক নির্ধারণে আগামী নভেম্বরে এক্সিবিশন ব্যুরোর ১৬৪তম অধিবেশনে ভোট হওয়ার কথা রয়েছে।

১৮৮৯ সালে প্যারিসে আয়োজিত ওয়ার্ল্ড এক্সপোর স্মারক হিসেবে আইফেল টাওয়ার প্রতিষ্ঠা করা হয়। ২০ বছরের জন্য টাওয়ারটি প্রতিষ্ঠা করা হলেও ফ্রান্সের প্রতীক হিসেবে আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম উঁচু স্থাপনাটি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।