ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিশুদের স্বাধীনভাবে চিন্তা-ভাবনা করতে দিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
শিশুদের স্বাধীনভাবে চিন্তা-ভাবনা করতে দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, সবাই আঁকতে পারে না, কেউ কেউ পারে। আবার সবাই অভিনয় করে না, কিন্তু সবাই অভিনয় দেখে। তাই শিশুদের স্বাধীনভাবে চলতে দিতে হবে। ওদের মন যা বলে তাই করতে দিতে হবে।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে রংতুলি আর্ট একাডেমি আয়োজিত তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, রংতুলি আর্ট একাডেমির পরিচালক জাহিদ আক্তারীসহ অভিভাবক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, ছাত্র-ছাত্রীদের স্কুলের বইয়ের বাইরের জগতে নিয়ে যেতে হবে। অন্যান্য বই পড়ে ও শিখে প্রকৃত অর্থে একজন মানুষ হতে হবে। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে।

পরে বেলুন উড়িয়ে লাইফ ও স্টাইল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী। প্রদর্শনীতে ২৮ জন শিক্ষার্থীর তিন শতাধিক চিত্র স্থান পেয়েছে। সৈয়দপুরে প্রথমবারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকার চিত্রকলা একাডেমি ও সৈয়দপুরের রংতুলি একাডেমির শিক্ষার্থীদের আঁকা এসব ছবি দর্শনার্থীদের মুগ্ধ করছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।