ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে জেন্ডার বৈষম্য ও বাল্য বিয়ে প্রতিরোধে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
কাপ্তাইয়ে জেন্ডার বৈষম্য ও বাল্য বিয়ে প্রতিরোধে সভা কাপ্তাইয়ে জেন্ডার বৈষম্য ও বাল্য বিয়ে প্রতিরোধে সভা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় জেন্ডার বৈষম্য ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চাঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ-পরিচালক ডা. প্রবীর খিয়াং, আরএইচস্টপ’র উপজেলা ম্যানেজার মুশফিকুর রহমান এবং হিলফ্লাওয়ার’র প্রজেক্ট ডিরেক্টর জ্যোতি বিকাশ চাকমা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, ১৮ বছরের আগে বিয়ে হলে একজন মেয়ের মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়। অপরিণত বয়সে বিয়ে স্বাস্থ্যহানি ঘটায়। সামাজিক নিরাপত্তার কারণে অনেক অভিভাবক মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে হেডম্যান, কার্বারিদের এসব বিষয়ে সচেতন হতে হবে।

জেন্ডার বৈষম্য মানুষের সৃষ্ট, সরকার প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।