ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকার প্রবৃদ্ধির ধারা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
সরকার প্রবৃদ্ধির ধারা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে

ঢাকা: বর্তমান সরকার দেশের অর্থনেতিক উন্নয়নের ক্ষেত্রে প্রবৃদ্ধির ধারা ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রোববার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে রাষ্ট্রপতি তার ভাষণে এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাজ্ঞ রাজস্ব নীতি ও সহায়ক মুদ্রানীতির বাস্তবায়নের ফলে সার্বিকভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আর্থ-সামাজিক খাতে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে।

জিডিপি প্রবৃদ্ধির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সাময়িক হিসেব অনুযায়ী ২০১৬-২০১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.২৮ শতাংশ। পূর্ববর্তী ২০১৫-২০১৬ অর্থবছরে প্রবৃদ্ধির এ হার ছিলো ৭.১১ শতাংশ।

মাথাপিছু আয় বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, মাথা পিছু জাতীয় আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০১৬-১৭ অর্থ বছরে মাথাপিছু জাতীয় আয় পূর্ববর্তী অর্থবছর থেকে ১৪৫ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ১,৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

বৈদেশিক রেমিটেন্স প্রবাহ প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরে রেমিটেন্স প্রবাহের পরিমাণ ছিলো ১২.৮ বিলিয়ন মার্কিন ডলার, পূর্ববর্তী অর্থ-বছরের রেমিটেন্স প্রবাহের পরিমাণ ছিলো ১৪.৯ বিলিয়ন মার্কিন ডলার। মূলত মধ্যপ্রাচ্যের দেশসমূহে ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি তেলের মূল্য হ্রাসে তেল সমৃদ্ধ দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলে। এসব দেশের মজুরি হ্রাস পায়।

তিনি বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরে জনশক্তি রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ৩২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহে গতিশীলতা ফিরে এসেছে। প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১০.৮ শতাংশ।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর তারিখে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১১ বিলিয়ন মার্কিন ডলার। এতে বিনিময় হার, বিশেষ করে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় হার স্থিতিশীল রয়েছে।

দলমত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মানুষের সম্মান পাওয়া রাজনীতিকের বড় অর্জন
প্রয়াত মন্ত্রী, মেয়র ও এমপিদের নামে শোক প্রস্তাব

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এসকে/এমইউএম/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।