ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ইটভাঙা মেশিন উল্টে চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মাদারীপুরে ইটভাঙা মেশিন উল্টে চালক নিহত

মাদারীপুর: মাদারীপুরে ইটভাঙা মেশিন উল্টে পান্নু শেখ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাট গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। পান্নু গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট হয়ে একটি ইটভাঙা মেশিন উপজেলার শংকরদির পাড়ে যাচ্ছিল। এসময় টেকেরহাট বন্দরের গোল চত্বরের মোড়টি ঘোরার সময় ইটভাঙা মেশিনটি একটি রিকশা ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মেশিনের চাপায় ঘটনাস্থলেই চালক পান্নু নিহত হন।
 
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বাংলানিউজকে জানান, ইটভাঙা মেশিন উল্টে ওই মেশিনের চালক নিহত হয়েছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।