ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
বালিয়াকান্দিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ী: নিখোঁজ হওয়ার একদিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ফাতেমাতুজ জোহরা (আড়াই বছর) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শালকী গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে শালকী গ্রামের উজ্জ্বল শেখের মেয়ে।

এর আগে শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নিখোঁজ হয় শিশুটি।

শিশুটির চাচা পিরল মাহামুদ বাংলানিউজকে জানান, শনিবার দুপুরে তার ভাতিজি বাড়ির পাশে বালি নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকাল থেকে পরিবার ও এলাকার লোকজন বাড়ির পাশের খালের পানিতে সেলোমেশিন দিয়ে সেচ দেওয়া শুরু করেন। এরপর দুপুর দেড়টার দিকে ওই খালে শিশুটির মরদেহ পাওয়া যায়।

বালিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) অংকুর ভট্টাচার্য বাংলানিউজকে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা উজ্জ্বল বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।