ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতে করুণ অবস্থা ফুটপাতের অসহায় মানুষগুলোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
শীতে করুণ অবস্থা ফুটপাতের অসহায় মানুষগুলোর শীতে করুণ অবস্থা ফুটপাতের অসহায় মানুষগুলোর

ঢাকা: সারাদেশে বইছে শৈত্য প্রবাহ। ১০ জানুয়ারি (বুধবার) থেকে পুরো মাসই সারাদেশে শীতের অনুভূতি বিরাজ করবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। 

প্রচণ্ড শীতে রাজধানীর ফুটপাতে থাকা অসহায় মানুষগুলোর অবস্থা আরো করুণ। সবার গায়ে কম বেশি গরম কাপড় থাকলেও শীত কাবু করে ফেলেছে মানুষগুলোকে।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডা. মোহাম্মদ শহিদ উল্লাহ হলের প্রধান গেট সংলগ্ন ফুটপাতে অনেক ছিন্নমূল মানুষকে দেখা যায় শীত নিবারণের জন্য হাত ও পা এক সঙ্গে জড়িয়ে ধরে বসে আসেন।

এদের মধ্যে এক ব্যক্তি শীত ঠেকানোর জন্য মুখসহ সারা শরীর কাঁথা দিয়ে ঢেকে রেখেছেন। এসময় পাশের জনকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, ‘শীত কারে কয় দেখ, দিনের আলোতেও জোড়া কাঁথা, রাতে না জানি কি হয়। ’

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।