ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় এলজিইডির কর্মচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
সিরাজগঞ্জে ট্রাকচাপায় এলজিইডির কর্মচারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুর রশিদ (৫০) নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক রোলার চালক আহত হয়েছেন।  

রোববার (৭ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের বাঐতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আব্দুর রশিদ সদর উপজেলার দিয়ার পাচিল গ্রামের বাসিন্দা।

আহত রফিকুল পৌর এলাকায় সয়া গোবিন্দ মিলন মোড় এলাকার বাসিন্দা।  

সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বদরুজ্জোহা বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম একটি জরিপকাজে সয়দাবাদ যাচ্ছিলেন। তারা বাঐতারা এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে দুইজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখানে বিকেল ৫টার দিকে আব্দুর রশিদ মারা যান।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।