ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
নাটোরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ আটক ৩/ছবি: বাংলনিউজ

নাটোরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কান্দিভিটায় সদর হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ওই এলাকার আলাল উদ্দিনের ছেলে মিলন (৩২), তার স্ত্রী রুপালী বেগম (৩০) ও গোপালের ছেলে শান্ত (১৯)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আলমঙ্গীর পাশা রাতে বাংলানিউজকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় মিলন ও তার স্ত্রীর কাছে ৭০ পিস ও শান্তর কাছে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।