ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মীর মশাররফ হোসেন মিউজিয়ামের দানবাক্স চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
মীর মশাররফ হোসেন মিউজিয়ামের দানবাক্স চুরি মীর মশাররফ হোসেন পাঠাগার ও অডিটোরিয়াম

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে তলোয়ার চুরির পর এবার লাহেনীপাড়ার অমর কথাসাহিত্যক মীর মশাররফ হোসেন মিউজিয়ামের ভেতর থেকে একটা বড় কাঠের দানবাক্স চুরি হয়ে গেছে।

রোববার (০৭ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 
স্থানীয় ইউপি সদস্য শহিদুল আলম খাঁন বাংলানিউজকে জানান, তালা দেওয়া অবস্থায় মীর মশাররফ হোসেন মিউজিয়ামের ভেতর থেকে অনেক পুরোনো একটি কাঠের দানবাক্স চুরি হয়ে গেছে।

এটা জেলা পরিষদ প্রতি এক বছর পর পর খুলে থাকে। বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা এখানে মিউজিয়ামের উন্নয়নের জন্য দান করে থাকেন।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামান বাংলানিউজকে জানান, রোববার রাতের কোন এক সময় দানবাক্সটি মিউজিয়ামের ভেতর থেকে চুরি হয়ে গেছে। সকালে বিষয়টি জানতে পেরে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেই সঙ্গে তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য মিউজিয়ামের কেয়ারটেকারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।